Dugga Elo Lyrics (দুগ্গা এল)| Priyanka Sarkar | Akriti Kakar | Ajay S | Baba Yadav | Joy Personal Care |SVF - Akriti Kakar, Debanjali B Joshi Lyrics

Singer | Akriti Kakar, Debanjali B Joshi |
Music | Ajay Singha |
Song Writer | Rajib Chakraborty |
Dugga Elo Lyrics In Bengali
শিউলি ফুলের নলোক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাচুড়ি
নুপুর দেবো ঝুমকোলতার
কলকা পাড়ের শাড়ি
শালুক ফুলের মেঘমুলুকে হওয়ায় টানে গাড়ি
কাশ ফুলের ওই দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে ।
অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে
দুগ্গা এলো দুগ্গা এলো মন লাগে না রে
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্দি বাজে রে (2)
দুগ্গা এলো দুগ্গা এলো ...
মা যে আমার দশভুজা
আগলে রাখে সব ,
ধন ধান্যে পুষ্পে এবার সাজাব উৎসব
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়
সবাই মিলে বলো এবার দুগ্গা মায়ের জয়...
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে আনন্দ গান গাই
দুগ্গা এলো দুগ্গা এলো মন লাগে না রে
ঢ্যাংকুরাকুর বাদ্দি বাজে রে (2)
অঞ্জলি আর সন্ধিপূজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রিনয়নি মাগো তুমি ভুবন জোড়া আলো
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে
অসুখ বিনাসে যেন দুর্গা বসত করে
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে আনন্দ গান গাই
দুগ্গা এলো দুগ্গা এলো মন লাগে না রে
ঢ্যাংকুরাকুর বাদ্দি বাজে রে (2)
দুগ্গা এলো লিরিক্স
Shiuli Fuler Nolok Debo
Debo kacher churi
Khopay ami bedhe debo
Holud sonachuri
Nupur debo jhumko lotar
Kolka parer Shari
Shaluk fuler megh muluke
Haway tana gari
Kash fuler oi dudh sada rong
akash bujhi Saje
Ondhokar rat periye alor banshi baje
Dugga Elo Dugga Elo
Mon lage na re
Biker vetor dhang kur kur baddi baje re
Ma je Amar dosho vuja
Agle rakhe sob
Dhono dhanyo pushpo
Ebar sajabo utsab
Hazar bipod ghoniye ele
Korbo na ar voy
Sobai mile bolo ebar dugga Mayer joy
Sob valo hok duhat Pete
Mayer kache chai
Ashwiner ei sharod prate
Annando gan gai....
0 Comments